ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : দেশের চার জেলায় গতকাল সোমাবার পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যুর খরব পাওয়া গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ মোটরসাইলের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান। মৃতরা হলেন- রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২) ও কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২)। তাদের মধ্যে রুদ্র কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ একই কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। ওসি বলেন, “বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুদ্র ও মুরাদ ঘটনাস্থলেই মারা যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।” পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং কভার্ডভ্যানটি আটক করেছে বলে জানান তিনি।
মানিকগঞ্জে ২ মৃত্যু : মানিকগঞ্জের সদর উপজেলায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। সোমবার সকালের দিকে জাগীর এলাকার ঢাকা আরিচা মহাসড়কে এবং সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। মৃতরা হলেন- গোলড়া চরখ- এলাকার আব্দুলার ছেলে মাহিম (২৫) ও সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মজিবুর রহমানের ছেলে ফিরোজ মিয়া। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জাগীর বসুন্ধারা গেইট সংলগ্ন সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে অজ্ঞাতনামা কোন গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়েছে বলে সদর থানায় ওসি আব্দুল রউফ জানান। এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল থাকা আরও দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পিরোজপুরে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় প্রিয়া বালা (৭৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রিয়া বালা উপজেলার উমেদপুর গ্রামের মৃত নারায়ণ দেবনাথের স্ত্রী। জানা যায়, সকালে টিকা নিয়ে কমিউনিটি ক্লিনিকের সামনের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন প্রিয়া। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান প্রিয়া বালাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা প্রিয়াকে পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে টিকা নিতে আসা স্থানীয়রা অভিযোগ করেন, উমেদপুর কমিউনিটি ক্লিনিক টিকাদান কেন্দ্রে কোনো বিশ্রামের জায়গা নেই। তাই টিকা নেওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়লেও বাড়িতে চলে যেতে হচ্ছে। টিকা নিয়ে বাড়ি ফেরার সময় প্রিয়া বালা অসুস্থ হয়ে রাস্তার ওপরে পড়ে যান। এসময় গাড়িটি তাকে চাপা দেয়। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল আমিন জানান, টিকা নিতে আসা মানুষের ভিড় থাকায় সবাইকে বসতে দেওয়া যায়নি। প্রিয়া বালা ক্লিনিকের সামনে দুর্ঘটনার শিকার হয়েছেন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় প্রিয়া বালার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বান্দরবানে জিপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাইক চালকের : বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছোটন শীল (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় লামা-চকরিয়া সড়কের ইয়াংছার বদুরঝিরিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোটন শীল বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবের মিয়া পাড়ার মৃত পরীমল শীলের ছেলে। নিহত ছোটন চট্টগ্রামের লোহাগাড়ায় কিয়াম নামে এক ক্রোকারিজ কোম্পানিতে চাকরি করতেন। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লামা থানায় নেয়া হয়েছে। নিহতের বড় ভাই সজীব শীল বলেন, আমার ছোট ভাই ছোটন ছুটিতে বাড়িতে এসেছিল। সকাল ৭টায় লোহাগাড়া কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে জিপ গাড়ির চাপায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : দেশের চার জেলায় গতকাল সোমাবার পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যুর খরব পাওয়া গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ মোটরসাইলের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান। মৃতরা হলেন- রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২) ও কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২)। তাদের মধ্যে রুদ্র কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ একই কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। ওসি বলেন, “বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুদ্র ও মুরাদ ঘটনাস্থলেই মারা যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।” পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং কভার্ডভ্যানটি আটক করেছে বলে জানান তিনি।
মানিকগঞ্জে ২ মৃত্যু : মানিকগঞ্জের সদর উপজেলায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। সোমবার সকালের দিকে জাগীর এলাকার ঢাকা আরিচা মহাসড়কে এবং সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। মৃতরা হলেন- গোলড়া চরখ- এলাকার আব্দুলার ছেলে মাহিম (২৫) ও সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মজিবুর রহমানের ছেলে ফিরোজ মিয়া। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জাগীর বসুন্ধারা গেইট সংলগ্ন সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে অজ্ঞাতনামা কোন গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়েছে বলে সদর থানায় ওসি আব্দুল রউফ জানান। এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল থাকা আরও দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পিরোজপুরে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় প্রিয়া বালা (৭৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রিয়া বালা উপজেলার উমেদপুর গ্রামের মৃত নারায়ণ দেবনাথের স্ত্রী। জানা যায়, সকালে টিকা নিয়ে কমিউনিটি ক্লিনিকের সামনের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন প্রিয়া। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান প্রিয়া বালাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা প্রিয়াকে পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে টিকা নিতে আসা স্থানীয়রা অভিযোগ করেন, উমেদপুর কমিউনিটি ক্লিনিক টিকাদান কেন্দ্রে কোনো বিশ্রামের জায়গা নেই। তাই টিকা নেওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়লেও বাড়িতে চলে যেতে হচ্ছে। টিকা নিয়ে বাড়ি ফেরার সময় প্রিয়া বালা অসুস্থ হয়ে রাস্তার ওপরে পড়ে যান। এসময় গাড়িটি তাকে চাপা দেয়। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল আমিন জানান, টিকা নিতে আসা মানুষের ভিড় থাকায় সবাইকে বসতে দেওয়া যায়নি। প্রিয়া বালা ক্লিনিকের সামনে দুর্ঘটনার শিকার হয়েছেন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় প্রিয়া বালার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বান্দরবানে জিপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাইক চালকের : বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছোটন শীল (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় লামা-চকরিয়া সড়কের ইয়াংছার বদুরঝিরিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোটন শীল বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবের মিয়া পাড়ার মৃত পরীমল শীলের ছেলে। নিহত ছোটন চট্টগ্রামের লোহাগাড়ায় কিয়াম নামে এক ক্রোকারিজ কোম্পানিতে চাকরি করতেন। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লামা থানায় নেয়া হয়েছে। নিহতের বড় ভাই সজীব শীল বলেন, আমার ছোট ভাই ছোটন ছুটিতে বাড়িতে এসেছিল। সকাল ৭টায় লোহাগাড়া কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে জিপ গাড়ির চাপায় তার মৃত্যু হয়।