প্রত্যাশা ডেস্ক :গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, গতকাল শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছালে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ৩ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ১ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাফর ইকবাল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই পালিয়ে গেছেন বাসের চালক।
চট্টগ্রামে নিহত ১ : চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দুপুর আড়াইটার দিকে ফ্লাইওভারে মোটরসাইকেলসহ এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পল্টনে ভ্যান উল্টে প্রাণ গেলো চালকের : রাজধানীর পল্টনের জিরোপয়েন্ট এলাকায় ভ্যান উল্টে জয়নাল আবেদীন সরদার (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত : রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মন্তাজ আলী (২৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু হামজা (২৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ব্রিজের কাছে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি নসিমন মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তা আবু হামজা নিহত হন। এসময় আহত হয় তার আপন ভাই রোমান সরদার। পরে হাইওয়ে পুলিশ গুরুতর আহত রোমান সরদারকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আর নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবু হামজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কোলশী ফুকরা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানান তার পরিবারের লোকজন।
সিলেটে প্রাইভেট কার-পিকআপ ভ্যানের সংঘর্ষে দাদা-নাতি নিহত : সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের শফিক উদ্দিন (৭০) ও আবুল হাসনাতের ছেলে আরিয়ান (১)। নিহতরা সম্পর্কে দাদা-নাতি বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ২ : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
উপজেলার পাইলিং মোড় এলাকার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের হারুন আলী (২৬) ও শাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার রেনুয়ারা বেগম (৫৩)। আহতরা হলেন একই উপজেলার ধোবড়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), আড়গাড়াহাটের ওয়েদুল (৩০) ও শাহবাজপুর গ্রামের আহম্মেদ আলী (১৯)। ওসি বলেন, জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হন। “পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রেনুয়ারা ও হারুনকে মৃত ঘোষনা করেন।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার এবং ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করে বলে জানান ফরিদ।
শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মহাসড়কের ১নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় পলক সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জহিরুল উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের হাফেজ আব্দুল রাজ্জাকের ছেলে। জানা গেছে, জহিরুল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে ময়মনসিংহগামী একটি বালুভর্তী ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় আনা হয়েছে। আটক ট্রাক চালক মিনহাজ উদ্দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেলামারি এলাকার বাসিন্দা। তিনি আরও বলেন, ময়নাতদন্ত ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাণীনগরে ট্রাকের ধাক্কায় বাইক চালক নিহত : নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় জয়েন উদ্দিন মিনা (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী সাজ্জাত হোসেন (৫০)। তার অবস্থাও গুরুতর। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সদরের হাসপাতাল গেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সাজ্জাদকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত জয়েন উদ্দিন সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও আহত সাজ্জাদ হোসেন রাজাপুর গ্রামের হবি মিনার ছেলে।
বরিশালে ঘুরতে এসে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত : বরিশালে বাসের চাকায় পিষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাকেরগঞ্জ পৌর শহরের সিয়াম ও চয়ন দাস এবং রাব্বি। এদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছর। তারা ৩ জন বন্ধু। নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, আমরা বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আমরা ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। ব্রিজে ওঠার সময়ে পেছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটি ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরও একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ওই ৩ জনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আসাদুজ্জামান। তিনি জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাসমালিক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেছেন।
পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ