ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

  • আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর : গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া লেভেলক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে প্রিয়া আক্তার (১৮) নামের একজনের নাম জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুরের সাতখামাইর ও কাওরাদ রেলস্টেশনের মধ্যবর্তী মাইজপাড়া লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে নেত্রকোনাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পোশাক শ্রমিক বহনকারী একটি বাসের ধাক্কা লাগে। এতে ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার জামান ফ্যাশনের শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত আরো ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি, তার স্ত্রী ও শ্যালিকার মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহার পাড় এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই প্রেমধর মজুমদার জানান। মৃতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও তার শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)। এসআই বলেন, গিয়াস তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে প্রাইভেটকার চালিয়ে ঢাকা থেকে ফেনী যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে আপাতত ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জে নিহত ১ : মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া) সার্ভিস লেনে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিন জন। রোববার দুপুর পৌনে ১টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপচালক শ্রীনগরের বাসিন্দা শাকিল দেওয়ানকে আটক করেছে পুলিশ। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ‘তীর’ কোম্পানির একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান বলেন, একজন ঘটনাস্থলেই নিহত ও চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট দুলাল আহমেদ বলেন, এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর : গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া লেভেলক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে প্রিয়া আক্তার (১৮) নামের একজনের নাম জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুরের সাতখামাইর ও কাওরাদ রেলস্টেশনের মধ্যবর্তী মাইজপাড়া লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে নেত্রকোনাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পোশাক শ্রমিক বহনকারী একটি বাসের ধাক্কা লাগে। এতে ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার জামান ফ্যাশনের শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত আরো ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি, তার স্ত্রী ও শ্যালিকার মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহার পাড় এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই প্রেমধর মজুমদার জানান। মৃতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও তার শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)। এসআই বলেন, গিয়াস তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে প্রাইভেটকার চালিয়ে ঢাকা থেকে ফেনী যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে আপাতত ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জে নিহত ১ : মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া) সার্ভিস লেনে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিন জন। রোববার দুপুর পৌনে ১টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপচালক শ্রীনগরের বাসিন্দা শাকিল দেওয়ানকে আটক করেছে পুলিশ। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ‘তীর’ কোম্পানির একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান বলেন, একজন ঘটনাস্থলেই নিহত ও চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট দুলাল আহমেদ বলেন, এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।