সিরাজগঞ্জ প্রতিনিধি : যশোরের বেনোপোলে দুইজন এবং সিরাজগঞ্জের কাজীপুর, কামারখন্দ ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনসহ অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া এলাকা ও সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এবং কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এবং যশোরের শার্শায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, কাজীপুর উপজেলার বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে খলিলুর রহমান (৫৫), শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)। পুলিশ জানায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশে রাস্তা পার হচ্ছিলেন খলিলুর রহমান। এ সময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া, সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় রাস্তা পার হবার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন পাবনা জেলার মোস্তাক আলী। তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত ছিলেন। দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ইমন হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ২ : যশোরের শার্শায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাহেন্দ্রার (তিনচাকার গাড়ি) চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে শার্শার নীলকান্ত মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে। নিহত অপরজন মাহেন্দ্রার যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারনমুখী একটি মাহেন্দ্রা নীলকান্ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেন। এতে নুরু ও রাকিব মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ