বিবিসি : অধিকৃত পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে সিনাগগের বাইরে হামলার ঘটনায় ৪২ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে হামলার এ ঘটনায় কিশোরসহ কমপক্ষে সাতজন নিহত হন। আহত হয়েছেন ১০ জন। পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ছাড়া আর কোনো তথ্য দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। গত রাতের হামলাকারী ১৩ বছরের এক ফিলিস্তিনি। ইসরায়েলি পুলিশ তাকে ‘সন্ত্রাসী’ চিহ্নিত করে এসব তথ্য জানালেও তার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হামলার ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সন্ত্রাস দমন ইউনিটের কর্মকর্তাদের জেরুজালেমে স্থায়ীভাবে অবস্থানের নির্দেশ দিয়েছে। যেকোনো রকম পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে যেকোনো প্রতিক্রিয়া জানাতে এসব কর্মকর্তারা কাজ করবেন।