আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপে মোতায়েন করে রাখা সৈন্যসংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব বিবেচনা করছে যুক্তরাজ্য। ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর ব্যাপারে সম্প্রতি ব্রিটিশ মন্ত্রীদের চাপে সরকার এটি বিবেচনা করছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সম্ভাব্য (সৈন্য) মোতায়েনের ঘটনা ‘ক্রেমলিনকে একটি পরিষ্কার বার্তা’ দেবে। ইউক্রেন সীমান্তে উত্তেজনা কমাতে উৎসাহিত করতে ব্রিটেনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে তাদের সমকক্ষদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করতে পারেন বরিস জনসন। বরিস জনসন অবশ্য এই সপ্তাহে পূর্ব ইউরোপ সফর করবেন। তিনি বলেছেন, রাশিয়ার অস্থিতিশীল কার্যকলাপ সহ্য করবে না রাশিয়া। আমরা সব সময় আমাদের ন্যাটো মিত্রদের পাশে থাকব। তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যদি রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নেন; সেটা হবে ইউরোপের জন্য ট্র্যাজেডি। নিজের ভবিষ্যৎ বেছে নিতে ইউক্রেনকে স্বাধীন হতে হবে। তিনি আরো বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছি আগামী সপ্তাহে ইউরোপজুড়ে মোতায়েন করার জন্য প্রস্তুত হওয়ার ব্যাপারে। আমাদের ন্যাটো মিত্রদের স্থলে, সমুদ্রে এবং আকাশে সমর্থন দিতে আমরা যে সক্ষম, তা নিশ্চিত করতে এটি করেছি।