চাঁদ অনির্বাণ
পূর্বিতা কেন লেখা
বুঝেছিলে সেই দিন?
ইঙ্গিত ছিল তাতে
আসবেই এই দিন।
বলেছিল পূর্বিতা
ইঞ্জিনে হাত দাও।
খামোখাই বগি ধরে
ঠেলা গুঁতো বাদ দাও।
দরকার নেই বলো
অদক্ষ চালকের।
মনে রেখো কেউ নয়
সম্প্রতিপালকের।
মানতেই হবে তাকে
যখন যা বলে তাই।
পাছে যদি চিরতরে
হুতাশনে জ্বলে যাই।
রেলগাড়ি চলে না তো
হোক যত ফিটফাট।
না সারালে ইঞ্জিনে
থাকে যদি বিভ্রাট।
পূর্বিতা চায় যেটা
হবে কি না জানা নেই।
তবে আশা করাতে তো
আপাতত মানা নেই।
আজ হোক কাল হোক
ঠিক দেখো দিন দিন।
হয়ে যাবে ঝিকঝাক
লক্কড় ইঞ্জিন।
আজকের প্রত্যাশা/কেএমএএ