ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

পূর্বিতা-২

  • আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

চাঁদ অনির্বাণ

পূর্বিতা কেন লেখা
বুঝেছিলে সেই দিন?
ইঙ্গিত ছিল তাতে
আসবেই এই দিন।

বলেছিল পূর্বিতা
ইঞ্জিনে হাত দাও।
খামোখাই বগি ধরে
ঠেলা গুঁতো বাদ দাও।

দরকার নেই বলো
অদক্ষ চালকের।
মনে রেখো কেউ নয়
সম্প্রতিপালকের।

মানতেই হবে তাকে
যখন যা বলে তাই।
পাছে যদি চিরতরে
হুতাশনে জ্বলে যাই।

রেলগাড়ি চলে না তো
হোক যত ফিটফাট।
না সারালে ইঞ্জিনে
থাকে যদি বিভ্রাট।

পূর্বিতা চায় যেটা
হবে কি না জানা নেই।
তবে আশা করাতে তো
আপাতত মানা নেই।

আজ হোক কাল হোক
ঠিক দেখো দিন দিন।
হয়ে যাবে ঝিকঝাক
লক্কড় ইঞ্জিন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান

পূর্বিতা-২

আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

চাঁদ অনির্বাণ

পূর্বিতা কেন লেখা
বুঝেছিলে সেই দিন?
ইঙ্গিত ছিল তাতে
আসবেই এই দিন।

বলেছিল পূর্বিতা
ইঞ্জিনে হাত দাও।
খামোখাই বগি ধরে
ঠেলা গুঁতো বাদ দাও।

দরকার নেই বলো
অদক্ষ চালকের।
মনে রেখো কেউ নয়
সম্প্রতিপালকের।

মানতেই হবে তাকে
যখন যা বলে তাই।
পাছে যদি চিরতরে
হুতাশনে জ্বলে যাই।

রেলগাড়ি চলে না তো
হোক যত ফিটফাট।
না সারালে ইঞ্জিনে
থাকে যদি বিভ্রাট।

পূর্বিতা চায় যেটা
হবে কি না জানা নেই।
তবে আশা করাতে তো
আপাতত মানা নেই।

আজ হোক কাল হোক
ঠিক দেখো দিন দিন।
হয়ে যাবে ঝিকঝাক
লক্কড় ইঞ্জিন।

আজকের প্রত্যাশা/কেএমএএ