ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : অনেক শঙ্কার পরও পাকিস্তান সফরের জন্য শক্তিশালী টেস্ট দলই ঘোষণা করল অস্ট্রেলিয়া। যে দলে চোট কাটিয়ে ফিরেছেন পেসার জস হ্যাজেলউড। আর ৩ বছরের মধ্যে দলটির প্রথম টেস্ট সফরে ডাক পেয়েছেন স্পিনার অ্যাশটন অ্যাগার। ১৮ সদস্যের এই দলে মিচেল মার্শ, জস ইংলিস ও স্পিনার মিচেল সুইপসনও রয়েছেন। ১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তানে ঐতিহাসিক এই সফরটি করছে অজিরা। চোটের কারণে বাদ পড়েছেন পেসার ঝাই রিচার্ডসন। তবে সদ্য শেষ হওয়া অ্যাশেজে চমক দেখানো আরেক পেসার স্কট বোল্যান্ড জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে অ্যাশেজে দারুণ ব্যাট করা উসমান খাজাও সুযোগ পেয়েছেন। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আপাতত শুধু টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৫ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হওয়ার আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির দল জানিয়ে দেবে তারা। এই সফরে তিন টেস্ট, সমান ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুদল।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ–অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, মাইকেল নেসের, মিচেল সুইপসন, অ্যাশটন অ্যাগার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : অনেক শঙ্কার পরও পাকিস্তান সফরের জন্য শক্তিশালী টেস্ট দলই ঘোষণা করল অস্ট্রেলিয়া। যে দলে চোট কাটিয়ে ফিরেছেন পেসার জস হ্যাজেলউড। আর ৩ বছরের মধ্যে দলটির প্রথম টেস্ট সফরে ডাক পেয়েছেন স্পিনার অ্যাশটন অ্যাগার। ১৮ সদস্যের এই দলে মিচেল মার্শ, জস ইংলিস ও স্পিনার মিচেল সুইপসনও রয়েছেন। ১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তানে ঐতিহাসিক এই সফরটি করছে অজিরা। চোটের কারণে বাদ পড়েছেন পেসার ঝাই রিচার্ডসন। তবে সদ্য শেষ হওয়া অ্যাশেজে চমক দেখানো আরেক পেসার স্কট বোল্যান্ড জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে অ্যাশেজে দারুণ ব্যাট করা উসমান খাজাও সুযোগ পেয়েছেন। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আপাতত শুধু টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৫ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হওয়ার আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির দল জানিয়ে দেবে তারা। এই সফরে তিন টেস্ট, সমান ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুদল।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ–অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, মাইকেল নেসের, মিচেল সুইপসন, অ্যাশটন অ্যাগার।