বিনোদন প্রতিবেদক: বাড়িতে ফিরে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে মঙ্গলবার বাড়িতে ফিরেছেন এই শিল্পী। সাবিনার মেয়ে ইয়াসমীন ফাউরুজ বাঁধন বলেছেন তার মায়ের এখনই কোনো অনুষ্ঠানে বা গানের মঞ্চে ফেরা হচ্ছে না।
বাঁধন বলেন, “উনি বাসায় সুস্থ আছেন, চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। মা এখনই কোনো গান বা অনুষ্ঠানে করতে পারছে না। স্বাভাবিকভাবেই এটা কী আর সম্ভব হবে!” গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে রাতে বাসায় ফিরেন। তবে শনিবার ভোরেই ফের অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তিনদিন ওই হাসপাতালে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) থেকে মঙ্গলবার বাসায় ফিরেছেন। এক বছরের বেশি দিন হয়েছে, গানের মঞ্চে নেই সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফেরার ঘোষণা দেন গেল মাসে। গত ২২ জানুয়ারি সাবিনা ইয়াসমিন নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ঢাকা ও চট্টগ্রামে একাধিক অনুষ্ঠানে গাইছেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী ৩১ জানুয়ারির সন্ধ্যায় বনানীর একটি হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ অনুষ্ঠানে গাইছিলেন এ শিল্পী। গান গাইতে গাইতেই বিপত্তি বেধে যায়।
সংগীতশিল্পী দিঠি আনোয়ারের কাছ থেকে ওই দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেনেছিল, মঞ্চে টানা ১২টার মত গান করেন সাবিনা, পরে হুট করেই পরে যান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। শনিবারও একই মঞ্চে গান করার কথা ছিল সাবিনা ইয়াসমিনের। অসুস্থতার জন্য সেই অনুষ্ঠানও বাতিল করা হয়। সাবিনা ইয়াসমিন প্রথম দফায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০০৭ সালে। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিলেন শিল্পী। পরের বছরগুলোয় দেশ বিদেশেও সংগীতের বহু অনুষ্ঠানে সাবিনাকে পেয়েছিল দর্শক। গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে।
পরে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানিয়ে সাবিনা বলেছিলেন, গতবছর ৭ ফেব্রুয়ারি তার দাঁতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তারপর পুরোপুরি সুস্থ হতে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছে। বনানীর গানের অনুষ্ঠানের আগে গত ৪ জানুয়ারি ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গনে নেওয়া হলে, সেখানে গিয়েছিলেন সাবিনা।