বিনোদন প্রতিবেদক : নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী পুষ্পিতা মিত্র। ‘তাজমহল’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকবি রিপন মাহমুদ। সুর ও সংগীত করেছেন সঙ্গীতপরিচালক রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। মডেল হিসেবে ছিলেন-অর্ক এবং কন্ঠশিল্পী পুষ্পিতা নিজেই। শিগগিরই গানটি রিলিজ হবে ‘আরথ্রি টিউন’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন পুষ্পিতা। বললেন, এই প্রথম সঙ্গীত পরিচালক রিয়েল আশিক ভাইয়ের সাথে কাজ করেছি। তিনি অনেক ভালো কাজ করেন। তাছাড়া গানের কথাগুলো বেশ সুন্দর। ভিডিওটিতে অর্কের সাথে আমি নিজেই মডেল হিসেবে ছিলাম। সব মিলিয়ে আমার মতো করে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেয়ার। আশা করছি গানটি শ্রেুাতাদের হৃদয় ছুয়ে যাবে। উল্লেখ্য-এছাড়াও পুষ্পিতা বর্তমানে স্টেজ শো এবং রেকর্ডিং এ বেশ ব্যস্ত সময় পার করছেন। এর আগেও বিভিন্ন কোম্পানি থেকে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। নতুন আরো কিছু কাজ করছেন বলেও জানান তিনি।