বিনোদন ডেস্ক : ‘পুষ্পা: দ্য রাইজ’-এ অভিনয়ের প্রস্তাব এসেছিল। তবে সে সময় কোভিড পরিস্থিতির কারণেই দক্ষিণের এই সুপারহিট ছবিতে অভিনয় করা হয়নি কলকাতার নায়ক যীশু সেনগুপ্তের। আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার ইচ্ছাও পূরণ হয়নি। এক সাক্ষাৎকারে যীশু নিজেই জানিয়েছিলেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তারই করার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে, যিশু নাকি ‘পুষ্পা ২’ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে অভিনয় করতে চলেছেন। জোর গুঞ্জন, ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত! যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির কাছে। তবে বিজয় সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ তিনি নাকি নভেম্বর মাস থেকে তার নিজের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন।
বিজয়ের সেই ছবির চিত্রনাট্যকার, পরিচালকও নাকি আবার সুকুমার। বিজয় সেতুপতি ‘পুষ্পা: দ্য রুল’-এর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই চরিত্র যিশু অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে ছবির নির্মাতাদের তরফ থেকে কিংবা যিশু নিজে এখনো কিছু জানাননি। ‘পুষ্পা ২’তেও প্রথমটির ধারাবাহিকতা বজায় রেখে উপস্থিত থাকছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল। এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকার সুকুমার। ২০২১ সালে এই পরিচালকের ‘পুষ্পা ১’ ব্লকবাস্টার হিট। ছবিটি দক্ষিণের বিভিন্ন ভাষার পাশপাশি হিন্দিতেও ডাবিং করা হয়। শুধুমাত্র হিন্দি ডাবিং ছবিটিই ১০০ কোটির ব্যবসা করে। ‘পুষ্পা ১’-এর সাফল্যের পর অনুরাগীরাও ‘পুষ্পা ২’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। এ বছরই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, ‘পুষ্পা ২’ শাহরুখ খানের ‘পাঠান’ আর ‘টাইগার –থ্রি’কেও ছাপিয়ে যেতে পারে।
‘পুষ্পা ২’তে আল্লু অর্জুনের বিপরীতে ভিলেন কলকাতার যিশু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ