নওগাঁ সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় পুলিশ বাহিনীর আর্থিক ও সামাজিক মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
গতকাল সোমবার দুপুরে নওগাঁর বাঁঙ্গাবাড়ীয়া মহল্লায় পুলিশ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশ বাহিনীর সকল সদস্য সম্মানজনক বেতন-ভাতা পেয়ে থাকেন। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এতে বৈধ আয় করা সম্ভব হবে। ইতোমধ্যে পুলিশের আটা, পানি, চিনি ও লবণসহ কিছু পণ্য উৎপাদন শুরু হয়েছে। আগামীতে তেলসহ আরও কিছু পণ্য উৎপাদন করা হবে। কিছুদিনের মধ্যে সেগুলো বাজারজাত শুরু হবে। নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কে. এম. এ মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
পুলিশ বাহিনীর আর্থিক ও সামাজিক মর্যাদা বেড়েছে : আইজিপি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ