কুমিল্লা সংবাদদাতা : ট্র্যাফিক ব্যবস্থার সুষ্ঠু ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্র্যাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। এসময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পলিশ সুপার মংনেথোয়াই মারমা ও মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আব্দুল মান্নানের পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলেখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ইদগাহ মোড়, চকবাজার, টমছমব্রীজ, পদুয়ারবাজার এলাকায় ট্র্যাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়। ট্র্যাফিক পুলিশ ও সেবাগ্রহীতার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধির জন্য এ উদ্যোগ বলে জানিয়েছে জেলা পুলিশ।