ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

  • আপডেট সময় : ০১:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন-শেরপুরের কাকরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে মিজানুর রহমান রুবেল (৩০), ফরিদপুরের দরজা গ্রাম এলাকার রবি চন্দ্রের ছেলে জীবন চন্দ্র মানিক (৩৫), ঢাকার আশুলিয়া উপজেলার ধলপুর গ্রামের রহিম মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৯) ও যশোরের চুরামনকাটি গ্রামের মৃত কুমারেশের ছেলে শ্যামল বিশ্বাস (৪৯)। পুলিশ জানায়, গত ২০ মার্চ সদর উপজেলার গিলন্ড এলাকা থেকে রবিন নামের এক অটোরিকশা চালককে ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে অটোরিকশাটি ছিনতাই করেন ওই চারজন। এ ঘটনায় গত বুধবার সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী অটোরিকশা চালক। গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যা অনুযায়ী টাঙ্গাইলের নাগরপুর থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। সদর থানার ওসি আবদুর রউফ সরকার জানান, ১৬৪ ধারায় জবানবন্দি নিতে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০১:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন-শেরপুরের কাকরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে মিজানুর রহমান রুবেল (৩০), ফরিদপুরের দরজা গ্রাম এলাকার রবি চন্দ্রের ছেলে জীবন চন্দ্র মানিক (৩৫), ঢাকার আশুলিয়া উপজেলার ধলপুর গ্রামের রহিম মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৯) ও যশোরের চুরামনকাটি গ্রামের মৃত কুমারেশের ছেলে শ্যামল বিশ্বাস (৪৯)। পুলিশ জানায়, গত ২০ মার্চ সদর উপজেলার গিলন্ড এলাকা থেকে রবিন নামের এক অটোরিকশা চালককে ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে অটোরিকশাটি ছিনতাই করেন ওই চারজন। এ ঘটনায় গত বুধবার সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী অটোরিকশা চালক। গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যা অনুযায়ী টাঙ্গাইলের নাগরপুর থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। সদর থানার ওসি আবদুর রউফ সরকার জানান, ১৬৪ ধারায় জবানবন্দি নিতে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।