ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

  • আপডেট সময় : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর মিরপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে দুই জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশের সাব-ইন্সপেক্টর।

র‌্যাব-৪ জানায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন ধানক্ষেত মোড় এলাকায় অভিযান চালিয়ে চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান (৩৫) ও তার সহযোগী জসিম উদ্দিনকর (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পুলিশ আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, ওই দুই জন পুলিশ পরিচয়ে রওশন আরা ইন্টারনেট কমিউনিকেশন কোম্পানির অফিসে গিয়ে চাঁদা দাবি করে। প্রতিষ্ঠানটির মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গ্রেফতার ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী হায়দার আলী বিষয়টি র‌্যাবকে জানালে, অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।

চাকরিচ্যুত পুলিশের পরিচয় দেওয়া সাজ্জাদুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)। ২০২৩ সালে সাভারের ধামরাই এলাকায় মাইক্রোবাসে চাঁদাবাজির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হন। এরপর থেকেই তিনি সহযোগীদের নিয়ে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসি/আপ্র/০৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

আপডেট সময় : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর মিরপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে দুই জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশের সাব-ইন্সপেক্টর।

র‌্যাব-৪ জানায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন ধানক্ষেত মোড় এলাকায় অভিযান চালিয়ে চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান (৩৫) ও তার সহযোগী জসিম উদ্দিনকর (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পুলিশ আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, ওই দুই জন পুলিশ পরিচয়ে রওশন আরা ইন্টারনেট কমিউনিকেশন কোম্পানির অফিসে গিয়ে চাঁদা দাবি করে। প্রতিষ্ঠানটির মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গ্রেফতার ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী হায়দার আলী বিষয়টি র‌্যাবকে জানালে, অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।

চাকরিচ্যুত পুলিশের পরিচয় দেওয়া সাজ্জাদুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)। ২০২৩ সালে সাভারের ধামরাই এলাকায় মাইক্রোবাসে চাঁদাবাজির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হন। এরপর থেকেই তিনি সহযোগীদের নিয়ে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসি/আপ্র/০৯/০৯/২০২৫