ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পুলিশের সহযোগিতা চায় বিএনপি

  • আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বিমুখী আচরণ না করে সাংগঠনিক কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতা চেয়েছে বিএনপিগতকাল মঙ্গলবার দুপুরে দলটির উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে সহযোগিতা চান। পরে তারা সাংবাদিকদের বলেন, বিএনপির নানা কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। হয়রানি করতে আটকও করা হয়। এসব হয়রানি বন্ধ করতে অনুরোধ করেছেন তারা। দলটির দক্ষিণের আহ্বায়ক আব্দুস সামাদ বলেন, আগামী ৯ অক্টোবর থেকে মহানগরীর ওয়ার্ড ও থানায় থানায় সাংগঠনিক কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা প্রতিটি কর্মসূচির দুদিন একদিন আগে পুলিশকে জানাবো। তাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। আমানউল্লাহ আমান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দেশের অন্য সব দল যেভাবে গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করে আমরাও সেই সুযোগ পেতে চাই। আমরা গত মাসে কয়েকটি কর্মসূচি করেছি, সেখানে পুলিশ বাধা দিয়েছে, গুলি চালিয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমরা কমিশনারকে বলেছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা চাই।
তিনি বলেন, আমরা যেখানে কর্মসূচি দিয়েছে সেসব জায়গায় আওয়ামী লীগ মিছিল করে। আওয়ামী লীগ পারলে আমরা কেন পারবো না? বিএনপির প্রতিনিধি দলটি তাদের দাবি-দাওয়া নিয়ে ডিএমপিকে একটি চিঠিও দিয়েছে। এদিকে ডিএমপি বলছে, আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে ঘরোয়া কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুলিশের সহযোগিতা চায় বিএনপি

আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দ্বিমুখী আচরণ না করে সাংগঠনিক কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতা চেয়েছে বিএনপিগতকাল মঙ্গলবার দুপুরে দলটির উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে সহযোগিতা চান। পরে তারা সাংবাদিকদের বলেন, বিএনপির নানা কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। হয়রানি করতে আটকও করা হয়। এসব হয়রানি বন্ধ করতে অনুরোধ করেছেন তারা। দলটির দক্ষিণের আহ্বায়ক আব্দুস সামাদ বলেন, আগামী ৯ অক্টোবর থেকে মহানগরীর ওয়ার্ড ও থানায় থানায় সাংগঠনিক কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা প্রতিটি কর্মসূচির দুদিন একদিন আগে পুলিশকে জানাবো। তাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। আমানউল্লাহ আমান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দেশের অন্য সব দল যেভাবে গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করে আমরাও সেই সুযোগ পেতে চাই। আমরা গত মাসে কয়েকটি কর্মসূচি করেছি, সেখানে পুলিশ বাধা দিয়েছে, গুলি চালিয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমরা কমিশনারকে বলেছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা চাই।
তিনি বলেন, আমরা যেখানে কর্মসূচি দিয়েছে সেসব জায়গায় আওয়ামী লীগ মিছিল করে। আওয়ামী লীগ পারলে আমরা কেন পারবো না? বিএনপির প্রতিনিধি দলটি তাদের দাবি-দাওয়া নিয়ে ডিএমপিকে একটি চিঠিও দিয়েছে। এদিকে ডিএমপি বলছে, আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে ঘরোয়া কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ।