ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

পুলিশের সঙ্গে গোলাগুলি, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত

  • আপডেট সময় : ১১:২৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি বিচ্ছিন্নতাবাদী দলের শীর্ষ কমান্ডার ও তার এক সহযোগী পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘দ্য রেসিস্টেন্স ফ্রন্ট’ (টিআরএফ) এর প্রধান আব্বাস শেখ ও উপ-প্রধান সাকিব মঞ্জুরের নিহত হওয়ার খবর জানায় ভারতীয় পুলিশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার জানান, কয়েক ডজন টার্গেট কিলিংয়ে জড়িত এ দুজন শ্রীনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহন হন।
বিশিষ্ট আইনজীবী বাবর কাদরিসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বেশ কিছু কর্মীর হত্যার সঙ্গেও তারা জড়িত বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
বিজয় কুমার জানান, পাকিস্তান ভিত্তিক সংগঠন ‘লস্কর-ই-তৈয়বার’ একটি শাখা দল ‘দ্য রেসিস্টেন্স ফ্রন্ট’ (টিআরএফ)। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একটি মুসলিম প্রধান এলাকা। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের বৈরিতার কেন্দ্র হয়ে ওঠে এই অঞ্চল। আলাদা দুটি অংশ নিয়ন্ত্রণ করলেও পুরো অঞ্চলের ওপর অধিকার দাবি করে আসছে দেশ দুটি।
কাশ্মীর নিয়ে দুই দেশের এই বিরোধে গত তিন দশকের সহিংসতায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।
ভারতের অভিযোগ, পাকিস্তানের মদদে মুসলিম বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান বলছে, হিমালয়ের ওই অঞ্চলে তারা কেবল মুসলিমদের রাজনৈতিক সমর্থন দিচ্ছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে গোলাগুলি, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত

আপডেট সময় : ১১:২৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি বিচ্ছিন্নতাবাদী দলের শীর্ষ কমান্ডার ও তার এক সহযোগী পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘দ্য রেসিস্টেন্স ফ্রন্ট’ (টিআরএফ) এর প্রধান আব্বাস শেখ ও উপ-প্রধান সাকিব মঞ্জুরের নিহত হওয়ার খবর জানায় ভারতীয় পুলিশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার জানান, কয়েক ডজন টার্গেট কিলিংয়ে জড়িত এ দুজন শ্রীনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহন হন।
বিশিষ্ট আইনজীবী বাবর কাদরিসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বেশ কিছু কর্মীর হত্যার সঙ্গেও তারা জড়িত বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
বিজয় কুমার জানান, পাকিস্তান ভিত্তিক সংগঠন ‘লস্কর-ই-তৈয়বার’ একটি শাখা দল ‘দ্য রেসিস্টেন্স ফ্রন্ট’ (টিআরএফ)। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একটি মুসলিম প্রধান এলাকা। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের বৈরিতার কেন্দ্র হয়ে ওঠে এই অঞ্চল। আলাদা দুটি অংশ নিয়ন্ত্রণ করলেও পুরো অঞ্চলের ওপর অধিকার দাবি করে আসছে দেশ দুটি।
কাশ্মীর নিয়ে দুই দেশের এই বিরোধে গত তিন দশকের সহিংসতায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।
ভারতের অভিযোগ, পাকিস্তানের মদদে মুসলিম বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান বলছে, হিমালয়ের ওই অঞ্চলে তারা কেবল মুসলিমদের রাজনৈতিক সমর্থন দিচ্ছে।