অর্থনৈতিক প্রতিবেদক : পুলিশ সদস্যদের জন্য বিনামূল্যে সব ধরনের লেনদেন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘নগদ’। ওই অনুষ্ঠানে ‘নগদ’ ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “পুলিশ সদস্যদের এমন পদ্ধতি চালু করে যেতে চাই, যাতে ভবিষ্যতে আমি নগদের ব্যবস্থাপনা পরিচালক না থাকলেও যাতে সব পুলিশ সদস্য আজীবনের জন্য নগদের সব সেবা বিনামূল্যে উপভোগ করতে পারেন। এ কাজে পুলিশ সদস্যদের ডেটাবেইজ তৈরির কাজ দ্রুতই শুরু হবে।” তানভীর এ মিশুক বলেন, “পুলিশ সদস্যরা সব সময় আমাদেরকে নিরাপত্তা দেওয়াসহ নানান ধরনের সেবা দেয়। তার বিনিময়ে আমরা কখনো ‘ধন্যবাদ’ পর্যন্ত বলি না। কিন্তু ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতার অংশ হিসেবে পুলিশ বাহিনীর সব সদস্যের জন্য নগদ-এর পক্ষ থেকে সামান্য এই সুবিধা দেওয়া হচ্ছে।” চার্জ ফ্রি লেনদেন চালু হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে এটি হবে কোনো বাহিনীর জন্য এ ধরনের প্রথম উদ্যোগ। পুলিশ বাহিনীতে কর্মরত আছেন বা ছিলেন- এমন মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে সংকলন প্রকাশেরও ঘোষণা দেন ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক।
তানভীর এ মিশুক বলেন, “মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা বীরত্বসূচক অবদানের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। ১৯৭১ সালে পুলিশবাহিনীই প্রথম রাজারবাগ থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে। সুতরাং ইতিহাসে পুলিশ বাহিনীর সঠিন জায়গা নিশ্চিত করতেই নগদ এমন উদ্যোগ নেবে।” এর আগে সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে নগদ ‘বীরের মুখে বীরত্বগাথা’ নামে একটি বই প্রকাশ করে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “পুলিশ বাহিনীর জন্য নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক চার্জ ফ্রি লেনদেন চালুর যে ঘোষণা দেওয়া হল, সেটি দারুণ এক সুযোগ বলে মনে করি। দেশের প্রতি তার (তানভীর এ মিশুক) যে ভালোবাসা, মুক্তিযুদ্ধের প্রতি তার যে মমতা, পুলিশ বাহিনীর প্রতি তার যে মমত্ববোধ- সেটা আমাকে আকৃষ্ট করেছে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, আইজিপি আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নগদ নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিটসহ পুলিশের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুলিশের লেনদেনে ফি নেবে না ‘নগদ’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ