নিজস্ব প্রতিবেদক: পুলিশি হেফাজতে নির্যাতনের পর আসিফ শিকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, শাহআলী থানার ওসি শরিফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ মামলা করেন নিহতের মা স্বপ্না বেগম। আদালত মামলাটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেন। অন্য আসামিরা হলেন- ওসি (তদন্ত) মতিউর রহমান, দারুস সালাম থানার এসি এমদাদুল হক, দারুস সালাম জোনের এডিসি জাকারিয়া, মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, আবুল কালাম আজাদ লেনিন, ফর্মা খলিল, সিএনজি ফরিদ। বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই মধ্য রাতের পর শাহ আলী থানার ওসির পরিচয় দিয়ে জোর করে ঘরে প্রবেশ করে। রাত ২টার দিকে পুলিশ, আর্মি, র্যাবসহ যৌথ বাহিনীর ২৫ থেকে ৩০ জন সদস্য পুরো ঘর তছনছ করে। বাদীনির ছেলে আসিফ শিকদার কারণ জানতে চাইলে তাকে চড়, থাপ্পড়সহ অমানুষিক নির্যাতন করে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে যায়। পরে ফজরের সময় খবর পান– আসিফের ব্যবহৃত কাপড় পায়খানা, প্রস্রাবে নষ্ট হয়ে গেছে। তার জন্য নতুন কাপড় প্রয়োজন। বাদী তার ছেলের সঙ্গে দেখা করতে চাইলে, তাদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে সকাল ১১টায় শুনতে পান, নির্যাতনের মুখে তার ছেলে মারা গেছে।