নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যদের অপরাধমূলক কর্মকা-কে ঘা হিসেবে উল্লেখ করে তার চিকিৎসা চলছে বলে মন্তব্য করেছেন আইজিপি বেনজীর আহমেদ।
গতকাল রোববার বিকালে পুলিশ সদর দফতরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে পুলিশ সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে আইজিপি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘কোনও পুলিশ সদস্য অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়লে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সম্প্রতি যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাচ্ছে, সেগুলো আমরা ইচ্ছা করলে বিভাগীয় ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারতাম। তা না-করে আমরা ঘা’কে ব্যান্ডেজ না করে তা চিকিৎসার ব্যবস্থা করছি। সো দ্যাট, এই বাহিনী যেন পরিষ্কার থাকে। ইচ্ছে করলেই এগুলো ব্যান্ডেজ করা যেত, কিন্তু আমরা ব্যান্ডেজের মধ্যে নেই।’
পার্লামেন্টে বোর্ড ক্লাব নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পার্লামেন্টের বক্তব্যের বিষয়ে কথা বলা আমার ঠিক হবে না, আমিতো পার্লামেন্ট মেম্বার নই। যেসব বিষয়ে পার্লামেন্টে আলোচনা হয়, তা পার্লামেন্টের মধ্যেই থাকে। পার্লামেন্টের একজন সংসদ সদস্য কী বলেছেন, তার পাল্টা বক্তব্য আইজিপি দেবে না। কারণ, পার্লামেন্টের কথার কোনও পাল্টা বক্তব্য হয় না, বাই দ্য ল। আমি বাংলাদেশের আইজিপি, আমি পার্লামেন্ট সদস্য নই। তাই এ ব্যাপারে কোনও কিছু বলা শোভন নয়, যৌক্তিক নয়।’
পুলিশের ঘা সারাতে চিকিৎসা চলছে: আইজিপি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ