আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী প্রায় ১শ যাত্রী আটকা পড়ে। তবে দুপুর ১টার দিকে ভারতীয় নাগরিক এবং চিকিৎসাজনিত জরুরি কাজে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে পাঠানো হয়।
কুমিল্লার বাসিন্দা ফরিদ উদ্দিন জানান, দেশের এমন পরিস্থিতিতে গাড়ি ভাড়া দিগুণ দিয়ে সকাল ১০টায় ইমিগ্রেশনে এসে জানতে পারেন পুলিশের কর্মবিরতি চলছে। চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছে।
পুলিশের কর্মবিরতি
ট্যাগস :
পুলিশের কর্মবিরতি
জনপ্রিয় সংবাদ