ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

পুলিশের এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ

  • আপডেট সময় : ০৪:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে শরীরে ঠেকিয়ে গুলি করে কলেজ ছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলায় পুলিশের কনস্টেবল মো. আকরাম হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করতে হবে।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কলেজছাত্র ইমাম হাসান তাইম মারা যান। তার মা মোসা. পারভীন আক্তার বাদী হয়ে ছেলে তাইমকে হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, পুলিশের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি চালানো হয়, যা তাইমের মৃত্যুর কারণ হয়।

এদিকে গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে অতি উৎসাহী হয়ে গুলি করে হত্যা করেন কনস্টেবল মো. আকরাম হোসেন। এ ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হৃদয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাকে চড়-থাপ্পড় দেওয়ার এক পর্যায়ে আকরাম হোসেন গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পুলিশের এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ

আপডেট সময় : ০৪:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে শরীরে ঠেকিয়ে গুলি করে কলেজ ছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলায় পুলিশের কনস্টেবল মো. আকরাম হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করতে হবে।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কলেজছাত্র ইমাম হাসান তাইম মারা যান। তার মা মোসা. পারভীন আক্তার বাদী হয়ে ছেলে তাইমকে হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, পুলিশের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি চালানো হয়, যা তাইমের মৃত্যুর কারণ হয়।

এদিকে গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে অতি উৎসাহী হয়ে গুলি করে হত্যা করেন কনস্টেবল মো. আকরাম হোসেন। এ ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হৃদয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাকে চড়-থাপ্পড় দেওয়ার এক পর্যায়ে আকরাম হোসেন গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।