ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পুলিশের উপস্থিতিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : আধিপত্য বিস্তার ও মাছের প্রজেক্টের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার দুপুরে জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। নিহত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লার ছেলে । তিনি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। মানিককান্দি গ্রামের মোকসোদা জানান, একটি মাছের প্রজেক্ট দখল করতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। এতে বাধা দেন চেয়ারম্যানের ছেলে জহির। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামের জিন্নার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার এক পর্যায়ে তিতাস থানার পুলিশ ও ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের সামনে থেকে জহিরকে ধরে নিয়ে গেটে তালা লাগিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় সাইফুল মেম্বারের লোকজন। আহত অবস্থায় জহিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে বিক্ষুব্ধ জনতা সাইফুল মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদকে একাধিক বার মোবাইল ফোন করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস জানান, ভিটিকান্দির ঘটনায় পুলিশসহ উভয়পক্ষে আহত হয় ১০ জন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুলিশের উপস্থিতিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

কুমিল্লা প্রতিনিধি : আধিপত্য বিস্তার ও মাছের প্রজেক্টের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার দুপুরে জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। নিহত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লার ছেলে । তিনি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। মানিককান্দি গ্রামের মোকসোদা জানান, একটি মাছের প্রজেক্ট দখল করতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। এতে বাধা দেন চেয়ারম্যানের ছেলে জহির। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামের জিন্নার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার এক পর্যায়ে তিতাস থানার পুলিশ ও ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের সামনে থেকে জহিরকে ধরে নিয়ে গেটে তালা লাগিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় সাইফুল মেম্বারের লোকজন। আহত অবস্থায় জহিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে বিক্ষুব্ধ জনতা সাইফুল মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদকে একাধিক বার মোবাইল ফোন করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস জানান, ভিটিকান্দির ঘটনায় পুলিশসহ উভয়পক্ষে আহত হয় ১০ জন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।