ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পুলিশকে চায়নিজ রাইফেল কে দিয়েছিল, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. তাজুল ইসলাম বলেন, গত সপ্তাহে আমাদের সঙ্গে আইন উপদেষ্টার আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানিয়েছি। কারণ, ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে। তিনি (আইন উপদেষ্টা) আশ্বস্ত করেছেন। সম্ভবত এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে। আর সেটা হলে বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, ঘটনার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলো পরিদর্শন করছে। সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে, এমন একটি গুলি আজ সিএমএইচে অপারেশন করে বের করা হয়েছে। এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে। যাদের কাছে যা আলামত আছে, আহত ও নিহতের স্বজন আছেন, সবাইকে তথ্যগুলো প্রসিকিউশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আন্দোলনে গুলি করতে পুলিশের কাছে চায়নিজ রাইফেল ছিল, এটা নিয়ে জবাব দিতে হবে তৎকালীন সরকারকে। পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা আরও দরকার। প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে বলেও তিনি জানান।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুলিশকে চায়নিজ রাইফেল কে দিয়েছিল, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. তাজুল ইসলাম বলেন, গত সপ্তাহে আমাদের সঙ্গে আইন উপদেষ্টার আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানিয়েছি। কারণ, ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে। তিনি (আইন উপদেষ্টা) আশ্বস্ত করেছেন। সম্ভবত এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে। আর সেটা হলে বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, ঘটনার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলো পরিদর্শন করছে। সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে, এমন একটি গুলি আজ সিএমএইচে অপারেশন করে বের করা হয়েছে। এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে। যাদের কাছে যা আলামত আছে, আহত ও নিহতের স্বজন আছেন, সবাইকে তথ্যগুলো প্রসিকিউশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আন্দোলনে গুলি করতে পুলিশের কাছে চায়নিজ রাইফেল ছিল, এটা নিয়ে জবাব দিতে হবে তৎকালীন সরকারকে। পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা আরও দরকার। প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে বলেও তিনি জানান।