ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

পুরাতন ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে ছেলে নিহত, হাসপাতালে বাবা-মা

  • আপডেট সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন আছেন, মোহাম্মদ মোসলিম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫০)। তাদের ছেলে মেজবাহ উদ্দিন মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এই ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের জাতীয় বার্নে নিয়ে আসা দগ্ধ মোসলিমের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, আমাদের বাসার দোতলার পাশে দিয়ে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। বৃষ্টি হওয়ার কারণে বারবার ট্রান্সমিটার স্পার্ক করে আগুন লেগে যায়। ওই আগুন বাসার ভেতরে চলে এসে বাবা-মা ও ভাই দগ্ধ হয়।

ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, মোহাম্মদ মোসলিমের ৯০ শতাংশ ও সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি দেওয়া হয়েছে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কোচ গম্ভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ওপেনারের

পুরাতন ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে ছেলে নিহত, হাসপাতালে বাবা-মা

আপডেট সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন আছেন, মোহাম্মদ মোসলিম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫০)। তাদের ছেলে মেজবাহ উদ্দিন মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এই ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের জাতীয় বার্নে নিয়ে আসা দগ্ধ মোসলিমের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, আমাদের বাসার দোতলার পাশে দিয়ে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। বৃষ্টি হওয়ার কারণে বারবার ট্রান্সমিটার স্পার্ক করে আগুন লেগে যায়। ওই আগুন বাসার ভেতরে চলে এসে বাবা-মা ও ভাই দগ্ধ হয়।

ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, মোহাম্মদ মোসলিমের ৯০ শতাংশ ও সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি দেওয়া হয়েছে।

এসি/