ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

  • আপডেট সময় : ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : পদে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি নিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে বিক্ষোভ করছেন সারা দেশের অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যানরা। গতকাল রোববার (২৫ আগস্ট) দুপুরে এই বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হয়েছেন। তাদের অবৈধভাবে অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে। এর আগে সকাল ১০টা দিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানরা প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে যমুনার সামনে আসেন। পরে তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও সমন্বয়ক মো. আবদুস সবুর বলেন, অন্তর্র্বতীকালীন সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে। এটা বৈষম্যমূলক, আইনের কোনও বিধান নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। যার মধ্যে ৮০ শতাংশ স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি। আমরা কোনও দল থেকে আসিনি। নির্বাচনের মাত্র দুই মাসের মাথায় আমাদের অপসারণ করা হয়েছে। তাই পুনর্বহালের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে এসেছি। তিনি আরও বলেন, সারা দেশে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। আজ দাবি নিয়ে আমরা চার শতাধিক ভাইস চেয়ারম্যান এসেছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে, পৌরসভার কাউন্সিলর বা জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়নি; উপজেলা পরিষদও বাতিল করা হয়নি। তাহলে আমাদের অপসারণ করা হলো কেন? এর আগে গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

আপডেট সময় : ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

মহানগর প্রতিবেদন : পদে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি নিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে বিক্ষোভ করছেন সারা দেশের অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যানরা। গতকাল রোববার (২৫ আগস্ট) দুপুরে এই বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হয়েছেন। তাদের অবৈধভাবে অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে। এর আগে সকাল ১০টা দিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানরা প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে যমুনার সামনে আসেন। পরে তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও সমন্বয়ক মো. আবদুস সবুর বলেন, অন্তর্র্বতীকালীন সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে। এটা বৈষম্যমূলক, আইনের কোনও বিধান নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। যার মধ্যে ৮০ শতাংশ স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি। আমরা কোনও দল থেকে আসিনি। নির্বাচনের মাত্র দুই মাসের মাথায় আমাদের অপসারণ করা হয়েছে। তাই পুনর্বহালের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে এসেছি। তিনি আরও বলেন, সারা দেশে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। আজ দাবি নিয়ে আমরা চার শতাধিক ভাইস চেয়ারম্যান এসেছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে, পৌরসভার কাউন্সিলর বা জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়নি; উপজেলা পরিষদও বাতিল করা হয়নি। তাহলে আমাদের অপসারণ করা হলো কেন? এর আগে গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।