বিনোদন ডেস্ক: মা হলেন পরিণীতি চোপড়া। আজ রবিবার দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতি শেয়ার করে সন্তানের আগমনের খবর জানান পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা দম্পতি। তবে ছেলের নাম এখনো প্রকাশ্যে আনেননি।
বিবৃতিতে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা লিখেছেন, ‘অবশেষে তিনি এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সব কিছু রয়েছে।’
সন্তান আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন পরিণীতি-রাঘব। শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ আরো অনেক তারকা।
এর আগে শনিবার শ্বশুরবাড়ি দিল্লিতে পৌঁছান অন্তঃসত্ত্বা পরিণীতি। আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতি-রাঘব। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় বিয়ে সারেন তারা।
গত আগস্ট মাসে পরিণীতি ও রাঘব জানিয়েছিলেন শিগগিরই তাদের প্রথম সন্তান আসতে চলেছে। আজ তাদের হৃদয় পরিপূর্ণ হলো।
ওআ/আপ্র/১৯/১০/২০২৫