ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলতে চান এরদোয়ান

  • আপডেট সময় : ১২:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেস্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ সোমবার তিনি দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের ব্যাপারে আলোচনা এবং কূটনৈতিক পথ ব্যবহার করতে টেলিফোনে পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন বলে গতকাল রবিবার ঘোষণা দিয়েছেন এরদোয়ান। এরদোয়ান বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়টি রাশিয়া ইতিবাচকভাবে দেখবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, এটি সীমান্তবর্তী দেশ এবং এ কারণে তারা ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়াকে সমর্থন করবে না। প্রকৃত বিষয় হলো রাশিয়া কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশের ন্যাটোতে অন্তর্ভুক্তি সমর্থন করে না। এরদোয়ান আরো বলেন, আমরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু মনে হচ্ছে দিনকে দিন এই যুদ্ধ নেতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সোমবার ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমরা উভয়পক্ষকে আলোচনা এবং কূটনৈতিক পথকে ব্যবহারের আহ্বান জানাতে থাকব।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলতে চান এরদোয়ান

আপডেট সময় : ১২:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেস্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ সোমবার তিনি দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের ব্যাপারে আলোচনা এবং কূটনৈতিক পথ ব্যবহার করতে টেলিফোনে পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন বলে গতকাল রবিবার ঘোষণা দিয়েছেন এরদোয়ান। এরদোয়ান বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়টি রাশিয়া ইতিবাচকভাবে দেখবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, এটি সীমান্তবর্তী দেশ এবং এ কারণে তারা ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়াকে সমর্থন করবে না। প্রকৃত বিষয় হলো রাশিয়া কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশের ন্যাটোতে অন্তর্ভুক্তি সমর্থন করে না। এরদোয়ান আরো বলেন, আমরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু মনে হচ্ছে দিনকে দিন এই যুদ্ধ নেতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সোমবার ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমরা উভয়পক্ষকে আলোচনা এবং কূটনৈতিক পথকে ব্যবহারের আহ্বান জানাতে থাকব।