আল জাজিরা : দেশ রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে পশ্চিমাদের প্রতিহত করা হবে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সেনা সদস্য বাড়াতে রিজার্ভে থাকা আংশিক সেনা সদস্যসের এক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বুধবা টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এমন নির্দেশ দেন। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, পুতিনের এমন নির্দেশনা তাদের কাছে অনুমেয় ছিল। পোডোলিয়াক বলেন, যুদ্ধটি স্পষ্টতই রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী চলছে না। তাই পুতিনকে জনগণের অধিকারকে সীমিত করার জন্য অত্যন্ত অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে।