প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের পরও লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিষেধাজ্ঞা কাজ না হওয়ায় পুতিনের সঙ্গে মল্লযুদ্ধের মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান চান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
গত সোমবার নিজের ভেরিফাইট আইডি থেকে এক পোস্টে ইলন লিখেন, আমি ভ্লাদিমির পুতিনকে একক যুদ্ধের চ্যালেঞ্জ করছি। জেতার পুরষ্কার ইউক্রেন।
বিশ্লেষকদের মতে, ইলন পুতিনকে মল্লযুদ্ধের আহ্বান জানানোর মাধ্যমে ইউরোপের প্রাচীন যুদ্ধের রীতি-নীতিকে ইঙ্গিত করেছেন। কারণ অতীতে যেকোনো সংকট সমাধানে মল্লযুদ্ধ জনপ্রিয় ছিল। লাখো সেনার প্রাণ হারানোর পরিবর্তে মল্লযুদ্ধের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা হতো। ইলনও পুতিনের সঙ্গে মল্লযুদ্ধের মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান চেয়েছেন।
আগের পোস্টোর ধারাবাহিকতায় ক্রেমলিনকে ট্যাগ করে টেসলা প্রধান জানতে চান, আপনারা কি এই লড়াইয়ে একমত?
সামাজিক মাধ্যমে ইউক্রেনের নাগরিকরা ইলনের সাহসের প্রশংসা করছেন। রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টুইটে তিনটি মুষ্টি চিহ্ন দিয়ে ইলনকে উৎসাহ দিয়েছেন। তবে ইলনের টুইটের কোনো জবাব দেননি পুতিন। অবশ্য পুতিন নিজেও একজন দক্ষ কুস্তিগীর। ছোটবেলায় তিনি নিজ প্রদেশে জুডো খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরে দেশটির গোয়েন্দা বাহিনী কেজিবির প্রধান ছিলেন। ফলে শক্তির দিক দিয়ে পুতিনও শক্তিশালী। পুতিনের পক্ষ থেকে কোনো জবাব না দেওয়া হলেও জবাব দিয়েছেন সাবেক রুশ রাজনীতিবিদ দিমিত্রি রোগোজিন। এক টুইটে তিনি লিখেন, তুমি (ইলন) এখনো ছোট। তোমার সঙ্গে লড়াই মানে সময় নষ্ট করা। আগে আমার ভাইয়ের সঙ্গে লড়াইয়ে জিতো। ইউক্রেন ইস্যুতে সর্বদাই সরব ভূমিকা পালন করছেন ইলন। তিনি নিয়মিত ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে পুতিনের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছেন। যদিও তার আহ্বানে সাড়া দিচ্ছে না রাশিয়া। চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনে ইন্টারনেট ব্যবস্থা সচল রাখতে বেশ কয়েকটি মূল্যবান স্যাটেলাইট ডিশ পাঠিয়েছে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক।
পুতিনের সঙ্গে মল্লযুদ্ধ করতে চান ইলন মাস্ক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ