ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

পুতিনের দুই মেয়ের ওপর কানাডার নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এক টুইট বার্তায় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলা চালিয়ে সেখানে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেফ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যার অংশ হিসেবে কানাডাও এই পদক্ষেপ নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ার অভিজাত ধনী ব্যক্তিও আছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পুতিনের দুই মেয়ের ওপর কানাডার নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এক টুইট বার্তায় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলা চালিয়ে সেখানে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেফ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যার অংশ হিসেবে কানাডাও এই পদক্ষেপ নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ার অভিজাত ধনী ব্যক্তিও আছেন।