ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প

  • আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেন তিনি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি রেডিও প্রোগ্রামে অংশগ্রহণ করেন ট্রাম্প। সেখানেই তিনি ইউক্রেন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। ট্রাম্পের মতে, পুতিন ‘বুদ্ধিমান’। ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকলে পুতিন কখনোই ইউক্রেনে সামরিক পদক্ষেপের কথা চিন্তাও করতো না। এমনকি এরকম পরিস্থিতির কোনো সম্ভাবনাও ছিল না। তবে, এ ঘটনায় রাশিয়ার উপর কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, তা নিয়ে কোনো মতামত দেননি। বাইডেনের শাসনামলে রাশিয়া ক্রমাগত ধনী হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। কারণ বর্তমানে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর সৌদি আরবের পরে রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপোরিশোধিত তেল রপ্তানি করে। বাইডেন প্রশাসন বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। গত ২৪ জানুয়ারির পর থেকে ইউক্রেন-রাশিয়া ইস্যুতে কোনো মন্তব্য দেননি ট্রাম্প। এ সময় তিনি নীরব ছিলেন। গত সোমবার পুতিন ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। সেখানে শান্তিরক্ষার নামে সেনা মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে ইউক্রেনের সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রয়েছে। পুতিনের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা। ওই দুই অঞ্চলে সব ধরনের মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন জো বাইডেন। পাশাপাশি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প

আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেন তিনি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি রেডিও প্রোগ্রামে অংশগ্রহণ করেন ট্রাম্প। সেখানেই তিনি ইউক্রেন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। ট্রাম্পের মতে, পুতিন ‘বুদ্ধিমান’। ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকলে পুতিন কখনোই ইউক্রেনে সামরিক পদক্ষেপের কথা চিন্তাও করতো না। এমনকি এরকম পরিস্থিতির কোনো সম্ভাবনাও ছিল না। তবে, এ ঘটনায় রাশিয়ার উপর কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, তা নিয়ে কোনো মতামত দেননি। বাইডেনের শাসনামলে রাশিয়া ক্রমাগত ধনী হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। কারণ বর্তমানে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর সৌদি আরবের পরে রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপোরিশোধিত তেল রপ্তানি করে। বাইডেন প্রশাসন বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। গত ২৪ জানুয়ারির পর থেকে ইউক্রেন-রাশিয়া ইস্যুতে কোনো মন্তব্য দেননি ট্রাম্প। এ সময় তিনি নীরব ছিলেন। গত সোমবার পুতিন ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। সেখানে শান্তিরক্ষার নামে সেনা মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে ইউক্রেনের সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রয়েছে। পুতিনের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা। ওই দুই অঞ্চলে সব ধরনের মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন জো বাইডেন। পাশাপাশি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।