প্রত্যাশা ডেস্ক ঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা জারির পর প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের চেষ্টাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হবে। তিনি বলেন, কল্পনা করা যাক- অবশ্যই এই পরিস্থিতি কখনো অনুধাবন করা যাবে না, কিন্তু এরপরও কল্পনা করা যাক। পারমাণবিক রাষ্ট্রের প্রধান একটি অঞ্চলে গেলেন, যেমন জার্মানি, এবং তিনি গ্রেপ্তার হলেন। এরপর কী হবে? এটি হবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বৃহস্পতিবার টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরা। তিনি বলেন, এই ক্ষেত্রে আমাদের যত গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র সব উড়ে যাবে জার্মানির দিকে, চ্যান্সেলর কার্যালয়ের দিকে। ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে গেল শুক্রবার পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানার পর মেদভেদেভ রাশিয়াকে পরামর্শ দেন হেগে আন্তর্জাতিক আদালতে হাইপারসনিক মিসাইল হামলা করার।