ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

পুঁজি কমেছে ৩ হাজার কোটি টাকা

  • আপডেট সময় : ০২:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : তিন দিন পতন আর দুই দিন সূচকের উত্থানের মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। এই সপ্তাহে লেনদেন ও সূচক উভয়টিই কমেছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ২ হাজার ৮২৯ কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। গত সপ্তাহে (২৫ থেকে ২৯ সেপ্টেম্বর) পুঁজিবাজারে মোট পাঁচ কর্মদিবসে লেনদেন হয়। এ পাঁচ দিনের মধ্যে সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কর্মদিবসে পতনের মাধ্যমে লেনদেন হয়। তবে চতুর্থ ও পঞ্চম কর্মদিবসে উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে। এ সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৩টির, আর অপরিবর্তিত ছিল ১৫২টির। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৫ পয়েন্ট কমে দুই হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক ও দাম কমায় গত সপ্তাহে বাজার মূলধন (পুঁজি) কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা। তবে আগের সপ্তাহে মূলধন বেড়েছিল ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪৭ টাকায়। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৫ টাকায়। মূলধন কমেছে দশমিক ৫৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকা। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭৮৯ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ ৪১ হাজার ৬২৫ টাকার লেনদেন কমেছে। শতাংশের হিসাবে যা ২৭ দশমিক ৭৪ শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুঁজি কমেছে ৩ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০২:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : তিন দিন পতন আর দুই দিন সূচকের উত্থানের মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। এই সপ্তাহে লেনদেন ও সূচক উভয়টিই কমেছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ২ হাজার ৮২৯ কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। গত সপ্তাহে (২৫ থেকে ২৯ সেপ্টেম্বর) পুঁজিবাজারে মোট পাঁচ কর্মদিবসে লেনদেন হয়। এ পাঁচ দিনের মধ্যে সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কর্মদিবসে পতনের মাধ্যমে লেনদেন হয়। তবে চতুর্থ ও পঞ্চম কর্মদিবসে উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে। এ সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৩টির, আর অপরিবর্তিত ছিল ১৫২টির। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৫ পয়েন্ট কমে দুই হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক ও দাম কমায় গত সপ্তাহে বাজার মূলধন (পুঁজি) কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা। তবে আগের সপ্তাহে মূলধন বেড়েছিল ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪৭ টাকায়। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৫ টাকায়। মূলধন কমেছে দশমিক ৫৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকা। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭৮৯ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ ৪১ হাজার ৬২৫ টাকার লেনদেন কমেছে। শতাংশের হিসাবে যা ২৭ দশমিক ৭৪ শতাংশ।