ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

পুঁজিবাজার সংস্কার চায় আইএমএফ

  • আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারের প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে সংস্থাটির পক্ষ থেকে পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমন্টেসহ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অটোমেশনের ওপর জোর দিয়েছে। তারা মূলত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুঁজিবাজার সংস্কার চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)‘র কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে আইএমএফের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার আলোচনা করেছে। এই সময় আইএমএফ পক্ষ থেকে পুঁজিবাজার সংস্কারের তাগিদের পাশাপাশি যেকোনো কারিগরি সহায়তায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে আশ্বাস দিয়েছে। বিএসইসি‘র মুখপাত্র বলেন, পুঁজিবাজারের বিশেষ পরিস্থিতির কারণে ফ্লোরপ্রাইস নামে সাময়িক যে ব্যবস্থা চালু করা হয়েছে, সেটি তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো বক্তব্য নেই।
তিনি বলেন, আইএমএফ পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি কি কি উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আইএমএফ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে আইএমএফ। ফ্লোর প্রাইজ নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্লোর প্রাইজ কনসেপ্টটি তাদের জানা নেই। ফ্লোর প্রাইজ নিয়ে কোনো আলোচনার সুযোগই ছিল না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আমদানির খবরে কেজিতে ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম

পুঁজিবাজার সংস্কার চায় আইএমএফ

আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারের প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে সংস্থাটির পক্ষ থেকে পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমন্টেসহ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অটোমেশনের ওপর জোর দিয়েছে। তারা মূলত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুঁজিবাজার সংস্কার চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)‘র কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে আইএমএফের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার আলোচনা করেছে। এই সময় আইএমএফ পক্ষ থেকে পুঁজিবাজার সংস্কারের তাগিদের পাশাপাশি যেকোনো কারিগরি সহায়তায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে আশ্বাস দিয়েছে। বিএসইসি‘র মুখপাত্র বলেন, পুঁজিবাজারের বিশেষ পরিস্থিতির কারণে ফ্লোরপ্রাইস নামে সাময়িক যে ব্যবস্থা চালু করা হয়েছে, সেটি তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো বক্তব্য নেই।
তিনি বলেন, আইএমএফ পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি কি কি উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আইএমএফ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে আইএমএফ। ফ্লোর প্রাইজ নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্লোর প্রাইজ কনসেপ্টটি তাদের জানা নেই। ফ্লোর প্রাইজ নিয়ে কোনো আলোচনার সুযোগই ছিল না।