ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

পুঁজিবাজার দরবৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

  • আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৯ দশমিক ১২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। আর ৩৩ দশমিক ৩৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ফোনিক্স লিমিটেড। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নিউ লাইন ক্লোথিংসের ২৫ দশমিক ৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ২৫ শতাংশ, কাটালী টেক্সটাইলসের ২৪ দশমিক ৪৪ শতাংশ, বিডি থাই ফুডসের ২৩ দশমিক ৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩ দশমিক ৮ শতাংশ, পাদ্মা লাইফের ২২ দশমিক ৫২ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৯ শতাংশ। সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক পিএলসির সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ১ দশমিক ৯৯ শতাংশ। এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৮ কোটি ২৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৮ কোটি ২৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড ৮ কোটি ২৪ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭ কোটি ৮৯ লাখ টাকা, অগ্নি সিস্টেমস লিমিটেড ৭ কোটি ৮৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৭ কোটি ৫৪ লাখ টাকা এবং খান বাদ্রার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ কোটি ৭১ লাখ টাকা।
দরপতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। সূত্র মতে, সপ্তাহজুড়ে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের দর কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ১৬ টাকা ৬০ পয়সা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেনটাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৬০ পয়সা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভী কেমিক্যালসে ৬ দশমিক ৬ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড মিলসের ৫ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কট্টনের ৫ দশমিক ৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ শতাংশ, রিয়াল বাংলা সুগার মিলসের ৪ দশমিক ৯৭ শতাংশ, রিয়ালাইন্স ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৫ শতাংশ এবং সার্ফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার দর কমেছে। –

 

 

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পুঁজিবাজার দরবৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

বাণিজ্য ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৯ দশমিক ১২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। আর ৩৩ দশমিক ৩৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ফোনিক্স লিমিটেড। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নিউ লাইন ক্লোথিংসের ২৫ দশমিক ৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ২৫ শতাংশ, কাটালী টেক্সটাইলসের ২৪ দশমিক ৪৪ শতাংশ, বিডি থাই ফুডসের ২৩ দশমিক ৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩ দশমিক ৮ শতাংশ, পাদ্মা লাইফের ২২ দশমিক ৫২ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৯ শতাংশ। সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক পিএলসির সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ১ দশমিক ৯৯ শতাংশ। এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৮ কোটি ২৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৮ কোটি ২৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড ৮ কোটি ২৪ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭ কোটি ৮৯ লাখ টাকা, অগ্নি সিস্টেমস লিমিটেড ৭ কোটি ৮৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৭ কোটি ৫৪ লাখ টাকা এবং খান বাদ্রার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ কোটি ৭১ লাখ টাকা।
দরপতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। সূত্র মতে, সপ্তাহজুড়ে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের দর কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ১৬ টাকা ৬০ পয়সা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেনটাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৬০ পয়সা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভী কেমিক্যালসে ৬ দশমিক ৬ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড মিলসের ৫ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কট্টনের ৫ দশমিক ৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ শতাংশ, রিয়াল বাংলা সুগার মিলসের ৪ দশমিক ৯৭ শতাংশ, রিয়ালাইন্স ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৫ শতাংশ এবং সার্ফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার দর কমেছে। –