বাণিজ্য ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৫ এপ্রিল-২৮ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ১২ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহাজীবাজার পাওয়ারের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৮ দশমিক ৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেসকোর শেয়ার দর কমেছে ১২ দশমিক ৮৭ শতাংশ। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রীড, এনার্জিপ্যাক পাওয়ার, মীর আখতার, জিলবাংলা সুগার, আনলিমা ইয়ার্ন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং এইচআর টেক্সটাইল।
দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। গত সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের আগের সপ্তাহের তুলনায় শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ। সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ারদর বেড়েছে ১৬ শতাংশ। আর শেয়ারদর ১৪ দশমিক ৭৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এছাড়া, সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমেরাল্ড অয়েল, কেয়া কসমেটিকস, ফারইস্ট ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনিং এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। গত সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ১৬ শতাংশ অবদান স্কয়ার ফার্মার। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির সপ্তাহজুড়ে গড়ে ১৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে গড়ে ১৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিএসসি, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো ফার্মা।
–