পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৪৬ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৫১ পয়েন্ট।
লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনেক্স ইনফোসিসকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৮২ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৮৯৮টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৮৩ লাখ ৩ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯০ লাখ ৮৩ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন,মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা ওও এডিএন টেলিকম লিমিটেড।
লুজারের শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনালী আঁশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪৪.৩৬ শতাংশ। তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৬ কোটি ৬২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩২ লাখ ৫৮ হাজার টাকা। কোহিনুর কেমিক্যালস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। ই-জেনারেশন ১১.২০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,বসুন্ধরা পেপার মিলস, হাক্কানি পাল্প, সোনালী পেপার ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৩.৫২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ১৪ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার টাকা।
এমবি ফার্মা লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন কোটি ৭৫ লাখ ১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, কেডিএস অ্যাক্সেসরিজ, এডিএন টেলিকম, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস ও বেক্সিমকো গ্রীণ সুকুক আল-ইস্তানা।
ডিএসইতে লেনদেন কমেছে ২৪.০৬%
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনও নেমেছে তলানিতে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৪.০৬ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৮৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৫৮২ টাকার বা ২৪.০৬ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ২ হাজার ২০৩ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৭০ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমেছে। ডিএসইতে গত সপ্তাহে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৭৫টির। আর ২৭৭টির দাম ছিল অপরিবর্তিত।
পুঁজিবাজার ডিএসইতে পিই রেশিও কমেছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ