ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

পুঁজিবাজার উন্নয়নে বিএসইসিকে ৬ নির্দেশনা দিল অর্থ মন্ত্রণালয়

  • আপডেট সময় : ০২:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ছয়টি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পুঁজিবাজারের উন্নয়নে নেওয়া সরকারের উদ্যোগের অংশ হিসেবেই এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারে অবৈধভাবে কোনো কোম্পানি কিংবা প্রতিষ্ঠান যেন প্রবেশ করতে অথবা বের হতে না পারে। এজন্য বিএসইসিকে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অসাধু কোনো সিন্ডিকেট যেন পুঁজিবাজারকে কারসাজির মাধ্যমে প্রভাবিত না করতে পারে, সেদিকেও বিশেষ নজরদারি রাখতে বলেছে অর্থ মন্ত্রণালয়। চিঠিতে যেসব কোম্পানি, স্টেকহোল্ডার বা প্রতিষ্ঠান বন্ধ আছে, তাদের পুঁজিবাজারে শেয়ার লেনদেনের ওপর নজর রাখা, সন্দেহজনক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ নজরদারির আওতায় আনা ও প্রয়োজনীয় আইনানুগ নেওয়া এবং পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারকে আরও গতিশীল করতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে পুঁজিবাজার সংক্রান্ত ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আরও জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পুঁজিবাজার সংক্রান্ত ধারণা তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার উন্নয়নে বিএসইসিকে ৬ নির্দেশনা দিল অর্থ মন্ত্রণালয়

আপডেট সময় : ০২:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ছয়টি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পুঁজিবাজারের উন্নয়নে নেওয়া সরকারের উদ্যোগের অংশ হিসেবেই এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারে অবৈধভাবে কোনো কোম্পানি কিংবা প্রতিষ্ঠান যেন প্রবেশ করতে অথবা বের হতে না পারে। এজন্য বিএসইসিকে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অসাধু কোনো সিন্ডিকেট যেন পুঁজিবাজারকে কারসাজির মাধ্যমে প্রভাবিত না করতে পারে, সেদিকেও বিশেষ নজরদারি রাখতে বলেছে অর্থ মন্ত্রণালয়। চিঠিতে যেসব কোম্পানি, স্টেকহোল্ডার বা প্রতিষ্ঠান বন্ধ আছে, তাদের পুঁজিবাজারে শেয়ার লেনদেনের ওপর নজর রাখা, সন্দেহজনক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ নজরদারির আওতায় আনা ও প্রয়োজনীয় আইনানুগ নেওয়া এবং পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারকে আরও গতিশীল করতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে পুঁজিবাজার সংক্রান্ত ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আরও জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পুঁজিবাজার সংক্রান্ত ধারণা তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।