নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৯৮ ও ২৫২৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে এক হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৩৬ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টি কোম্পানির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- ফরচুন সু, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল লাইফ, অরিয়ন ফার্মা, বিএসসি, জেনেক্স, সাইফ পাওয়ার, রহিমা ফুড, বিএটিবিসি ও ইয়াকিন পলিমার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রোববার ২২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৩০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। রোববার সিএসইতে ৩৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৬৮ লাখ টাকার।
ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ সোমবার
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে উপলক্ষে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে। জানা গেছে, দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে এই দিনে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম ও লেনদেন চলবে।
পুঁজিবাজারে সূচকের বড় পতন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ