ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

  • আপডেট সময় : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুর্খীধারা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার টানা চতুর্থ দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিযে শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ও সব সূচক বাড়লেও কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। গতকাল বুধবার দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৬১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৭০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানি মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ১৮৬টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯৬ পয়েন্টে উন্নীত হয়। অন্যদিকে ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬১৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৯টি কোম্পানির ২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৪৮৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৪৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৯৭৯ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন বেড়েছে ১৮ কোটি টাকা
গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির ৬২ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির ৪৪ কোটি ৯০ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছিল। জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। কোম্পানিটির ২২ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৩৫ লাখ ২৯ হাজার টাকার আনোয়ার গ্যালভানাইজিং এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেডের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফখরুল

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

আপডেট সময় : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুর্খীধারা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার টানা চতুর্থ দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিযে শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ও সব সূচক বাড়লেও কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। গতকাল বুধবার দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৬১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৭০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানি মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ১৮৬টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯৬ পয়েন্টে উন্নীত হয়। অন্যদিকে ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬১৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৯টি কোম্পানির ২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৪৮৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৪৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৯৭৯ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন বেড়েছে ১৮ কোটি টাকা
গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির ৬২ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির ৪৪ কোটি ৯০ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছিল। জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। কোম্পানিটির ২২ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৩৫ লাখ ২৯ হাজার টাকার আনোয়ার গ্যালভানাইজিং এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেডের।