নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে মঙ্গলবার (২৫মে) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ফের ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকা। এর আগে ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকা অতিক্রম করলেও পরবর্তীতে তা কমেছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টি শেয়ার দর।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৯৪ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৬ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকা।
পুঁজিবাজারে লেনদেন ফের ২ হাজার কোটি টাকা ছাড়ালো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ