অর্থনৈতিক প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অন্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের লেনদেনেও সময়সূচি পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের উভয় শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। এরপর দুপুর ১টা ৫০ মিনিট থেকে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু থাকবে। বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে।