অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন, ডিএসই আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯২টি কোম্পানির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত আছে ৬৩টির। এদিন ডিএসইতে মোট ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৩.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৭৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৪৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.২৮ পয়েন্ট কমে ৯৩৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪২ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৭টি কোম্পানির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত আছে ২৮টির। দিনশেষে সিএসইতে ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।