নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটির পর প্রথম দিনের লেনদেনে গতকাল রোববার দেশের ঢাকা ও চট্টগ্রাম উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে। ছুটির আগে বুধবার শেষ কার্যদিবসের লেনদেনেও সূচক বেড়েছিল। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬২ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৮১৩ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। এদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৬৩ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। গতকাল রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। ব্যাংক খাতের ৮১ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১টির এবং অপরিবর্তত ছিল ৪টি। বস্ত্র খাতের ৮২ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। এই খাতে তালিকাভুক্ত ৫৬টি কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তত ছিল ২টি। ওষুধ খাতের ৬৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। এই খাতে তালিকাভুক্ত ৩১টি কোম্পানির মধ্যে ২০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫টির, অপরিবর্তত ছিল ৫টির এবং লেনদেনে হয়নি ১টির। সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন আগের দিনের কিছুটা কমেছে। রোববার ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা ছিল। রোববার মোট লেনদেনের ১৫ দশমিক ৩৯ শতাংশ ছিল ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে। বীমা খাতে লেনদেন হয়েছে ১৪ দশামিক ৮৬ শতাংশ, ওষুধ খাতে ৭ দশমিক ২০ শতাংশ এবং বস্ত্র খাতে হয়েছে ১৩ দশমিক ৯৫ শতাংশ। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২ দশমিক ৬৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিঃ, সাইফ পাওয়ারটেক, রবি আজিয়াটা, সামিট পাওয়ার, ন্যাশনাল ফিড মিল, ম্যাকসন্স স্পিনিং, জেনেক্স ইনফোসিস, লংকাবাংলা ফাইন্যান্স, এসএস স্টিল ও আইএফআইসি ব্যাংক। অপরদিকে দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি হলো- অ্যাডভেন্ট ফার্মা, নূরানী ডাইং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইনডেক্স এগ্রো, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, কেয়া কসমেটিক্স, সায়হাম টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক ও রিং শাইন টেক্সটাইল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৯০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪৯ দশমিক ১৯ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল রোববার ৭১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০৮ কোটি ৩৫ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ২৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।