নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা শহীদের মর্যাদা পাচ্ছেন।
মঙ্গলবার (৪ মার্চ) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়ার প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন করা হয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানায় সরকার।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় (তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর) সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন শাহাদত বরণ করেন। তারা এবার পেতে যাচ্ছেন শহীদের মর্যাদা।