ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

পিলখানায় বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : ১২:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিজিবি সদরদপ্তর পিলখানায় মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান কর্মসূচির উদ্বোধন করেন।
গতকাল রোববার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এসময় বিজিবি মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে উন্নীত হবে। তিনি বলেন, কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গবাদিপশু উৎপাদনে, সবজি ও মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। মৎস্য চাষে বাংলাদেশ সারা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে, যা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি। মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে একটি সুস্থ জাতি গঠন অত্যাবশ্যক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আর আমিষের সিংহভাগ চাহিদাই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মাছ চাষের বিকল্প নেই। তিনি প্রতিটি বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে যেসব পুকুর, ডোবা ও জলাশয় রয়েছে তা সংস্কার করে মাছ চাষ করার আহ্বান জানান। শুধু কর্মস্থলেই নয়, বিজিবির সব সদস্যকে তাদের নিজ বাড়ির পরিত্যক্ত ডোবা, নালা ও জলাশয়ে মাছ চাষের পরামর্শ দেন। শুধু মাছের পোনা অবমুক্তকরণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন বিজিবি মহাপরিচালক। বিজিবির প্রতিটি পুকুর, ডোবা ও জলাশয়ে মাছ চাষ করে যদি সেগুলোর যথাযথ পরিচর্যা করা হয় তবে তা বাহিনীর আমিষের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

ৃো

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পিলখানায় বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১২:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

মহানগর প্রতিবেদন : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিজিবি সদরদপ্তর পিলখানায় মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান কর্মসূচির উদ্বোধন করেন।
গতকাল রোববার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এসময় বিজিবি মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে উন্নীত হবে। তিনি বলেন, কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গবাদিপশু উৎপাদনে, সবজি ও মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। মৎস্য চাষে বাংলাদেশ সারা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে, যা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি। মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে একটি সুস্থ জাতি গঠন অত্যাবশ্যক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আর আমিষের সিংহভাগ চাহিদাই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মাছ চাষের বিকল্প নেই। তিনি প্রতিটি বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে যেসব পুকুর, ডোবা ও জলাশয় রয়েছে তা সংস্কার করে মাছ চাষ করার আহ্বান জানান। শুধু কর্মস্থলেই নয়, বিজিবির সব সদস্যকে তাদের নিজ বাড়ির পরিত্যক্ত ডোবা, নালা ও জলাশয়ে মাছ চাষের পরামর্শ দেন। শুধু মাছের পোনা অবমুক্তকরণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন বিজিবি মহাপরিচালক। বিজিবির প্রতিটি পুকুর, ডোবা ও জলাশয়ে মাছ চাষ করে যদি সেগুলোর যথাযথ পরিচর্যা করা হয় তবে তা বাহিনীর আমিষের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

ৃো