নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় কিংবা লিজ না দিয়ে আধুনিকায়ন করে চালু করার দাবি জানিয়েছে পাট-সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, “পাটকলে লোকসান কেন? এটা নিয়ে কোনো গবেষণা হয়নি। এই সংকটের অন্যতম কারণ হল উন্নত প্রযুক্তির মেশিনের অভাব। আধুনিক ও উন্নত প্রযুক্তির মেশিন সংযোজন করা গেলে এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুললে পাটশিল্পে লোকসান নয়, লাভজনক হবে।” শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের আগের দেওয়া প্রস্তাব অনুযায়ী ১ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান এই শ্রমিক নেতা। অবিলম্বে পাট-সুতা-বস্ত্রকলের শ্রমিকদের পাওনা পরিশোধ করে ব্যক্তি মালিকানাধীন পাট ও বস্ত্রকল শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণারও দাবি জানান তিনি।
এছাড়া শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, বাজেটে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে পর্যাপ্ত বরাদ্দ এবং পাট ও পাটশিল্পের দুর্নীতি সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে শহিদুল্লাহ চৌধুরী। স্বাধীনতার পর বিশ্বের কাছে ‘সোনালী আঁশের’ দেশ হিসেবে পরিচিতির কথা উল্লেখ করে সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক কামরুল আহসান বলেন, “পাট শিল্প শুধু অর্থনীতিই নয়, এটি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সাথে জড়িত।
“সেই শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল বন্ধ এবং ব্যক্তি খাতের ও অনেক পাটকল বন্ধ হওয়ায় পাটের যে চাহিদা তৈরি হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছে।” সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পাট-সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্য রুহিন হোসেন প্রিন্স, কিশোর রায়, আসলাম খান, আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পিপিপি বা লিজ না দিয়ে পাটকলগুলো চালু করার দাবি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ