বাদল রায় স্বাধীন : নারী হচ্ছে গাছের মতো,সহ্য করে সব,
ধৈর্য ধরার অসীম শক্তি,দিয়েছে তাকে রব।
সন্তান জন্ম দেওয়ার কষ্ট,পৃথীবিতে সেরা,
জন্ম দিতে অনেকের হয়,স্রষ্টার কাছে ফেরা।
নার্সের মতো সন্তান স্বামীর,আজীবন সেবা করে,
শিক্ষক হয়ে প্রথম শিক্ষা,দেয় সন্তানকে ঘরে।
ডাক্তার হয়ে পথ্য দেয়,বাবুর্চি হয়ে খাবার,
গুরুর মতো আদেশ করে,ভালো মানুষ হবার।
ভালো খারাপ বুঝতে শেখায়,দার্শনিকের মতো,
সুইপার হয়ে সাফ করে,নোংরা আছে যতো।
উপার্জনও করে আবার,স্বামীকে দেয় সুখ,
এতিম সন্তান দেখলে আবার,বাড়িয়ে দেয় বুক।
স্বামী সন্তান সুখের জন্য,পালন করে ব্রত,
অন্যায়ের শিকার তবু,মাথা থাকে নত।
পিতাহীন সন্তান বাঁচে,মা বিহীন নয় কভূ,
সন্তান তবু পিতার নামে,কেমন বিচার প্রভূ?
পিতার নামের আগে তাই,হউক মায়ের নাম,
তবেই নারীর পাওয়া হবে,যোগ্য সন্মান।
পিতার আগে মায়ের নাম চাই
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ