নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে তাদের এই বৈঠক হয় বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত চলে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাইস-কাউন্সিলর আরতুরো হাইন্স। এর আগে কয়েক দফায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন পিটার হাস।
সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজ
এদিকে বিএনপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে বৃহস্পতিবার দুপুর ১টায় এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। মধ্যাহ্নভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং তাবিথ আউয়াল অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।

























